রান্নার প্রস্তুত করা বোয়াল মাছ ছিনতাইয়ের ৪ ঘণ্টা পর ফেরত দিলো ছিনতাইকারীরা
নাজির আহমেদ আল-আমিন,ভৈরব
কিশোরগঞ্জের ভৈরবে এক মাছ ব্যবসায়ীর ৬টি বোয়াল মাছ ও টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এমন ঘটনাটি ঘটেছে (৬ জানুয়ারি) সোমবার সকাল ৮ টার দিকে ভৈরব পৌর শহরের নাটাল মোড়ের সিরাজনগর এলাকার সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে। পরে ছিনিয়ে নেওয়া বোয়াল মাছ ৪ ঘন্টা পরে ফেরত দেয় ছিনতাইকারীরা। ভুক্তভোগী মাছ ব্যবসায়ী নাম বিগ চান। তার বাড়ি কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের লক্ষীপুর গ্রামে।
জানাযায়, মাছ ব্যবসায়ী বিগ চান প্রায় ৫০ বছর যাপত তার এলাকা কুলিয়ারচর ছয়ছতী থেকে ভৈরবের ফেরিঘাটের মিনা বাজারে মাছের ব্যবসা করে আসছেন। সেই সুবাদে সোমবার সকালে তিনি ও তার ছেলে দুর্জয় মোড় বাসস্ট্যান্ড থেকে সিএনজি চালিত রিকসা করে বেয়াল মাছ, কই মাছ নিয়ে ফেরিঘাটের মিনা বাজারের যাওয়ার সময় সিরাজ নগর এলাকার সার্কেল এসএসপির কার্যালয়ের সামনে আসলেই চারজন ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের আটক করে বোয়াল মাছ ও টাকা নিয়ে যায়। আর কই মাছ সাথে থাকা গর্তে ফেলে দিয়ে চলে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী মাছ ব্যবসায়ী বিগ চান মিয়া জানান, আমি মিনা বাজারে ৫০ বছর যাবত মাছ বিক্রি করি। প্রতিদিনের মত গত সোমবার সকাল ৮ টার দিকে মাছ বিক্রি করতে কুলিয়ারচরের ছয়সূতি গ্রামে থেকে ভৈরব ফেরিঘাট এলাকার মিনা বাজারে আসি। আসার পথে ভৈরব নাটালের মোড়ের সিরাজনগর এলাকার সার্কেল এএসপির কার্যালয়ের সামনে আসলে কয়েকজন ছিনতাইকারী আমাদের চলন্ত রিকসা থামিয়ে দেশীয় অস্ত্রে ঠেকিয়ে আমার কাছে থাকা ৬ টি বোয়াল মাছ ও সাথে থাকা নগদ ১৫ শত টাকা ও রিক্সা চালকে সমিতির কিস্তি ১২শত টাকা ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়ে যায়। পরে আমি ছিনতাইয়ের বিষয়টি ঐ এলাকার সাবেক কাউন্সিলর হারুন-উর রশিদ কে জানালে তিনি ছিনতাইয়ের সাথে জড়িতদের খোঁজে বের করে ছিনতাইয়ের চার ঘন্টার পর বোয়াল মাছ ফেরত দেওয়ার ব্যবস্থা করেন এবং মঙ্গলবার সকালে ছিনতাইকৃত টাকা ফেরত দেয়।
সাবেক কাউন্সিল হারুন উর রশিদ বলেন, আমাকে যখন মাছ ব্যবসায়ী বিগ চান বিষয়টি জানান তখন আমি ছিনতাইয়ের সাথে জড়িতদের খোঁজে বের করি। পরে ছিনতাইকারীদের বাড়িতে গিয়ে দেখি ছিনতাইকৃত বোয়াল মাছ কেটে রান্নার জন্য প্রস্তুত করা হচ্ছে। পরে আমি এই কাটা মাছ ও ছিনতাইকৃত কিছু টাকা পুনরায় ফেরত এনে মাছ ব্যবসায়ীর কাছে ফেরত দেয়।
তিনি আরো বলেন, ভৈরবে মাসে ১৫ থেকে ২০ টির মত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। তাই তিনি ভৈরব থেকে ছিনতাই মুক্ত করতে স্থানীয় প্রশাসনসহ স্থানীয় এলাকাবাসীর সহযোগীতা কামনা করেন।
Leave a Reply