নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে মহানগর এক্সপ্রেস ট্রেনের দায়িত্বরত টিটি ও এক যাত্রীর মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এঘটনায় প্রায় ৪০ মিনিট বিলম্বে ভৈরব স্টেশন ছেড়ে যায় ট্রেনটি। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। (২ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেল ৫টা ২৩ মিনিটে এঘটনা ঘটে। স্টেশন মাস্টার আবু ইউসুফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্টেশন মাস্টার ও রেলওয়ে পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ২৩ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রাবিরতির সময় স্ট্যান্ডিং টিকেট নিয়ে “জ” নম্বরের এসি বগিতে উঠার চেষ্টা করে এডভোকেট আইয়ুব হোসেন নামে একজন যাত্রী।
এসময় ট্রেনের “জ” বগির দায়িত্বে থাকা সজীব দাস নামে একজন এটেনডেন্স ওই যাত্রীকে বাধা দিলে তাদের উচ্চবাক্য বিনিময়কালে আইয়ুব হোসেনের সাথে থাকা অপরযাত্রী এটেনডেন্সের গায়ে হাত তুলে। এসময় ট্রেনের টিটি সঞ্জয় কুমার হাওলাদার এগিয়ে আসেন। তখন উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। পরে স্টেশনের অন্যান্য লোকজন এগিয়ে এসে ওই যাত্রীকে আটক করে স্টেশনের টিটির রুমে নিয়ে আসে। এসময় স্টেশনের যাত্রী ও উৎসুক জনতা টিটির রুমের সামনে ভীর জমায়। খবর পেয়ে স্টেশন মাস্টার আবু ইউসুফ ও ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ টিটির রুমে উপস্থিত হয়। এসময় স্থানীয় লোকজনে উপস্থিতিতে উভয়পক্ষের মধ্যে বিষয়টি মিমাংসা হলে ৬টা ১মিনিটে ঢাকার উদ্দেশ্যে ভৈরব স্টেশন ছেড়ে যায় ট্রেনটি।
এসময় “জ” বগিসহ ট্রেনের যাত্রীরা জানায়, এসি বগিতে যাওয়া নিয়ে দুই যাত্রী ও দায়িত্বরত টিটির মারামারি শুরু করলে ট্রেন ভৈরব রেলপথে স্টেশন থেকে প্রায় ৪০ মিনিট দেরিতে ছাড়ে। এতে করে সকল যাত্রীদেরই ভোগান্তিতে পড়েছে।
ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওয়ারলেসের মাধ্যমে শুনে ঘটনাস্থলে গিয়ে স্টেশন মাস্টারকে সাথে নিয়ে উভয় পক্ষের সাথে কথা বলে ঘটনাটা মীমাংসার করেছি। এখনো কোন পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
Leave a Reply