বিধবা চাচীর সঙ্গে ভাতিজার বিয়ে নিয়ে গৌরীপুর এলাকায় চাঞ্চল্য, বাড়ি ছাড়ার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন”
রায়পুরা প্রতিনিধি
চাচী- ভাতিজার পরকিয়া প্রেমকাব্য এখন সবার মুখে মুখে। তাদের প্রেম মানেনি সামাজিক কোন বাঁধা, রাতের আঁধারে ভাতিজাকে, বুকে জড়িয়ে চাচী হয়েছিল রাধা। তাদের ভালোবাসার প্রেম কাহিনী এখন গৌরীপুর এলাকায় টপ অব দ্য নিউজ এ পরিণত হয়েছে। বিধবা চাচীর সঙ্গে ভাতিজার বিয়ে নিয়ে এলাকায় চলছে চাঞ্চল্য অবস্থা।
জানা যায়, নরসিংদীর রায়পুরা উপজেলার গৌরীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলীর সাথে তের বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয় একই উপজেলার মহেশপুর গ্রামের ইউনোস মিয়ার মেয়ে ফেরদৌসীর।
এই দম্পত্তির ১ কন্যা ও ১ পুত্র সন্তান রয়েছে। তাদের সংসার ভালোই চলছিলো। কিন্তু হঠাৎ ২০১৮ সালে স্বামী মোহাম্মদ আলীর মৃত্যুর হয়। এর পর থেকে দুই সন্তানের জননী ফেরদৌসি অনেকটা একাকিত্বে ভোগেন। চাচা মৃত্যুর পর ভাতিজা বাড়িতে যাওয়া আসা শুরু করে। ওই সময় ভাসুরের ছেলে দুলালের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন চাচী ফেরদৌসী বেগম। চাচী ও ভাতিজার মধ্যে তৈরি হয় পরকিয়া। দুলাল নিজেও বিবাহিত তারও রয়েছে চার সন্তান। তিন মাস আগে পরকীয়া করতে গিয়ে একসাথে একরুমে ধরা পড়েন ফেরদৌসি ও দুলাল। তখন এলাকাবাসী তাদের আটক করলে তারা বিয়ের হলফনামা দেখিয়ে বলেন তারা নাকি স্বামী স্ত্রী। পরে ওই ঘটনায় তাদের বিচারের দাবি উঠলে একে অপরকে তালাক দেন।
দুলালের চাচাতো ভাই রাজু আহমেদ বলেন, মোহাম্মদ আলীর মৃত্যু পর থেকে ওনার স্ত্রী ফেরদৌসী বেগম চার/পাঁচ বছর যাবত ওনার ভাতীজা দুলালের সাথে অবৈধ সম্পর্ক চলছে। একদিন হঠাৎ আমরা এলাকাবাসীসহ আপত্তিকর অবস্থায় তাদের দুইজনকে একসাথে রুমে আটক করি। তখন ফেরদৌসী বেগম বলেন দুলালের সাথে উনার বিয়ে হয়েছে। আমাদের সবাইকে বিয়ের হলফনামা দেখান। পরবর্তীতে আমরা ফেরদৌসী বেগমের বাবার বাড়ির পরিবারের সদস্য এ বিষয়ে জানালে তারাও আসে। তখন আমাদের বাড়ির মুরুব্বি ও এলাকার ময়মাতাব্বর সবাই মিলে ফেরদৌসীকে তারা প্রথম স্বামী মোহাম্মদ আলীর বাড়ি ছেড়ে দিতে বললে সে এই বাড়ি থেকে চলে যায়।
দুলালের আপন বড় ভাই মাহবুব মিয়া বলেন, আমরা একই বাড়ির। মোহাম্মদ আলী আমাদের চাচা হয় এবং উনার স্ত্রী ফেরদৌসী আমাদের চাচী হয়। কিন্তু মোহাম্মদ আলীর মৃত্যু পর থেকে আমার ছোট ভাই দুলালের সাথে ফেরদৌসীর অবৈধ সম্পর্ক তৈরি হয়। আমার ভাইয়ের ছেলে মেয়ে ও বউ আছে। কিন্তু ফেরদৌসীর সাথে সম্পর্ক হওয়ার পর থেকে সংসারে ঝামেলা লেগেই আছে । আমরা অনেকদিন যাবত তাদের দুইজনকে ধরার চেষ্টা করছি। কিন্তু পারছিলাম না, হঠাৎ একদিন রাতে তাদের দুইজনকে একই রুমে একসাথে হাতে নাতে সবাই ধরে ফেলে। তখন উপস্থিত সবাই জানতে পারে তারা দুইজন বিয়ে করেছে। চাচীর সাথে বিয়ের খবর এলাকাবাসী জানাজানি হলে স্থানীয় ময় মাতাব্বরা দরবার করে ফেরদৌসকে তার প্রথম স্বামী মোহাম্মদ আলীর বাড়ি থেকে চলে যেতে বললে উনি চলে যায়। কারণ বিয়ে বসলে তখন প্রথম স্বামীর বাড়িতে থাকার অধিকার থাকে না তখন দ্বিতীয় স্বামীর বাড়িতে থাকার অধিকার। তাই তাকে সবাই বাড়ি ছাড়তে বললে ফেরদৌসী চলে যায়। কিন্তু কিছুদিন আগে হঠাৎ ফেরদৌসী এলাকার কিছু প্রভাবশালী লোকদেরকে মেনেজ করে দ্বিতীয় স্বামী দুলাল কে ডিভোর্স দেয়।
ডিভোর্সের পর কিছুদিন আগে হঠাৎ কাউকে কিছু না বলে না জানিয়ে রাতের আধারে অত্রএলাকার সেই কথিপয় প্রভাবশালীদের সহযোগিতায় ঘরের তালা ভেঙে প্রথম স্বামী মোহাম্মদ আলীর বাড়িতে উঠেন ফেরদৌসি। এই মহিলা জন্য এখন দুইটা পরিবারের মধ্যে বিরাজ করছে উত্তেজনা ও অশান্তি। এছাড়া আমার চাচা মোহাম্মদ আলী মৃত্যু হওয়ায় ফেরদোসী এই সুযোগেটা কাজে লাগিয়ে সে চাচার বাড়িতে থেকে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করছে। এতে করে সমাজিক ভাবে দুই পরিবারই সম্মানহানি হচ্ছে। তাই আমরা চাই এই মহিলা যেন এই বাড়িতে না থাকতে পারে। এছাড়া সে যখন দ্বিতীয় বিয়ে বসে তখন চাচা মোহাম্মদ আলীর বউ হিসেবে অধিকার হারিয়ে ফেলে এবং উনার বাড়িতেও থাকার অধিকার রাখেনা। তাই আমরা চাই ফেরদৌসী মোহাম্মাদ আলীর বাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে যেন থাকেন।
সমাজ ও পরিবারের মূল্যবোধ নষ্ট হচ্ছে বলে বাড়ি থেকে ফেরদৌসিকে উচ্ছেদ করাসহ তিনি ও তার সহযোগিতাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে (১৫ ডিসেম্বর) রায়পুরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন ফেরদৌসির প্রাপ্তন শশুরবাড়ির লোকেরা। সংবাদ সম্মেলনে তারা ফেরদৌসীকে মোহাম্মাদ আলীর বাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে যেন থাকেন।
কথিত রয়েছে, প্রেম বা পরকিয়া মানে না বয়স, জাত কুল, মানে না কোন বাধাঁ, এলাকাবাসীসহ গৌরীপুরবাসী, সবার কাছে, তাদের প্রেম বা পরকিয়া, এক অন্য রকম সামাজিক অবক্ষয় পরিণত হয়েছে। যৌথ পরিবারগুলোর মাঝে দেখা দিয়েছে নানা প্রশ্ন? স্থানীয়রা বলছেন এটি নৈতিক অবক্ষয়। এমন ঘটনার পারিবারিক ভাবে মূল্যবোধ নষ্ট হচ্ছে এমন ঘটনার সমাজ ব্যবস্থার জন্য দুঃখ জনক। তাই তারা চাই এটা যেন একটা সুষ্ঠু ও সুন্দর সমাধান হয়।
Leave a Reply