ভৈরবে কাভার্ড- ভ্যান ও সিএনজির সংঘর্ষে তিন মহিলাসহ ৫ জন নিহত
ভৈরব প্রতিনিধি
ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের জগন্নাথপুর ব্রিজ সংলগ্ন এলাকায় সিএনজি ও কাভার্ড- ভ্যানের সংঘর্ষে ৫ জন নিহত।(১৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০ টার দিকে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কার্ভার ভ্যানের দুই চালক পালিয়ে যায়।
নিহত ৫ জনের মধ্যে ২ জন পরিচয় পাওয়া যায়। তারা হলো- চালক শাহিন আরেকজন হলো যাত্রী রাজন। তাদের বাড়ি নরসিংদীর পিরিজকান্দি। আর বাকি ৩ জন মহিলার পরিচয় এখনো পাওয়া যাইনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে
নরসিংদীর নিলকুটি এলাকা থেকে ২টি কাভার্ড- ভ্যান ভৈরবের উদ্দেশ্যে আসছিলো। সিএনজিও ভৈরবের দিকে আসছিলো। কাভার্ড- ভ্যান দুইটি যখন ভৈরবের জগন্নাথপুর ব্রিজ পার হয় তখন
সিএনজি টি অভারটেক করেতে গিয়ে দেখে বিপরীত মুখি থেকে আরেকটি গাড়ি আসছে তখন সিএনজিটি দুই কাভার্ড ভ্যানের মধ্যে ডুকে গিয়ে প্রথমে সামনের কার্ভার ভ্যানের ধাক্কা দেই এরপর পিছন থাকা অপর কাভার ভ্যানটি সিএনজিকে চাপ দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি তে থাকা ২ জন পুরুষ ও ৩ জন নারীর মৃত্য হয়।
ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজু মিয়া জানান, সিএনজি ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ চালকসহ ৫জন নিহত হয়। কার্ভার ভ্যান দুইটি আটক করে থানায় নেয়া হয়েছে কিন্তু চালক দুইজন পলাতক। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply