ভৈরবে দুইটি বসতবাড়ি আগুনে পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জে ভৈরবে দুইটি বসতবাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। (১১ ডিসেম্বর) বুধবার বিকাল ৫ টায় পৌর শহরের উত্তর পাড়া কাদির ব্যাপারিবাড়ি এলাকায় বীরমুক্তিযোদ্ধা ফয়সাল আলম সড়কের পাশে কিরণ মিয়ার বসতবাড়িতে এই অগুনের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ভৈরব ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
এ বিষয়ে স্থানীয় জানান, আগুনে পুড়ে অসহায় পরিবারগুলো পথে বসেছে। এদিকে বিদ্যুৎ অফিসকে বিষয়টি জানালে তারা গাফিলতি করেছে। আগুন
নেভানোর পর তারা বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে। ভাগ্যিস কারেন্টের লাইন থেকেও তেমন কোন রকম অঘটন ঘটেনি।
ভৈরব বাজার ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) স্টেশন অফিসার মুছা ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকালে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে সেখানে গিয়ে এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আবাসিক এলাকার সড়কটি চিকন হওয়ায় ফায়ার সার্ভিসের সব কয়টি ইউনিট যেতে পারিনি৷ ঘটনাস্থলে তিনটি ইউনিট থাকলেও দুই ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনি।
তিনি আরো বলেন, যতটুকু জেনেছি বসতঘর গুলোতে মানুষ ছিল না। তালা লাগানো ছিল। এলাকাবাসী এসে তালা ভেঙ্গে আগুন নেভাতে চেষ্টা করে।
তিনি বলেন, প্রাথমিকভাবে বলা যাচ্ছে না কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৪/৫ লক্ষ টাকা হবে।
Leave a Reply