“ভৈরবে ফুটবল খেলা কেন্দ্র করে দুই এলাকার সংঘর্ষে আহত ৬০”
ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই এলাকার লোকজনের মধ্যে
সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে। আজ শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত পর্যন্ত একবার ও সন্ধা থেকে রাত ৭টা পর্যন্ত দ্বিতীয় দফায় পৌর শহরের পঞ্চবটি বউ বাজার ও জগন্নাথপুর দক্ষিণ পাড়ার গাইন হাটির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এসময় দফায় দফায় ধাত্তয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, বাড়িঘর-দোকানপাট ভাঙচুর ও লোটপাটের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের ৬০ জন আহত হয়।
খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসলেও পরে আবার সন্ধায় সংঘর্ষ বাধলে আবার আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এদিকে সংঘর্ষে আহতরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিক চিকিৎসা নেয়।
স্থানীয়রা জানায়, দুইদিন আগে ফুটবল খেলা নিয়ে পঞ্চবটি বউ বাজার ও গাইন হাটির ছোট ছেলেদের মধ্যে একটি ঝগড়ার সৃষ্টি হয়। এ ঝগড়া মিমাংসা করতে গাইন হাটির লোকজন বউ বাজার আসলে তাদেরকে পিটিয়ে দেই বউ বাজার এলাকার লোকজন। এই নিয়ে দুই এলাকার লোকজনের মধ্যে দুইদিন যাবত উত্তেজনা চলছিলো। আজ সকালে জানাজা দিয়ে বাড়ির ফেরার পথে গাইন হাটি একলোককে আবার পিটিয়ে দেই বউ বাজারের লোকজন। এরই জের ধরে আজ সকালে দুই এলাকার লোকজনই দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে। শুরু হয় ধাত্তয়া পাল্টা ধাত্তয়া, ইট পাটকেল নিক্ষেপ ও দোকানপাট ভাংচুরসহ লুটপাট। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন বলেন,পঞ্চবটি বউ বাজার ও জগন্নাথপুর দক্ষিণ পাড়ার গাইন হাটির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply