ভৈরবে মহাসড়কে থ্রি-হুইলার বন্ধে পুলিশের অভিযান
ভৈরব প্রতিনিধি
দুর্ঘটনা রোধে ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ সিএনজি চালিত অটোরিকশাসহ থ্রি-হুইলার বন্ধে কিশোরগঞ্জের ভৈরবে বিশেষ অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ডের নিউটাউন এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেক করা হয়। হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচল করায় ১০টি সিএনজি আটক করে মামলা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, মহাসড়কে থ্রি-হুইলার যানবাহন দুর্ঘটনার অন্যতম কারণ। কম গতিসম্পন্ন এসব যানবাহন দ্রুতগামী গাড়ির সঙ্গে সংঘর্ষের ঝুঁকি বাড়ায়। মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা কমাতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করেছেন। তারা বলেন, মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো প্রয়োজন।
অভিযানের সময় হাইওয়ে পুলিশের সদস্যরা পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সচেতনতার ওপর জোর দেন।
ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজু মিয়া বলেন, “হাইকোর্টের নির্দেশনা অমান্য করে মহাসড়কে নিষিদ্ধ থ্রি-হুইলার ও তিন চাকার সিএনজি চালিত অটোরিকশা বন্ধে হাইওয়ে পুলিশ অভিযান পরিচালনা করেছে। মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
Leave a Reply