“তারেক রহমানসহ জড়িত সবাই গ্রেনেড হামলা মামলায় বেকসুর খালাস: ভৈরবে বিএনপির আনন্দ মিছিল”
নাজির আহমেদ আল-আমিন
বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির উক্ত ঘটনায় মামলায় জড়িত সকলকে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পাওয়ায় ভৈরব উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল বের করেছে।
২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় শুনে ভৈরব উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় একটি আনন্দ মিছিল বের করে। ভৈরব বাজারের পৌর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা করেন।
এসময় আলোচনা সভায় বক্তব্য দেন, ভৈরব উপজেলা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি হাজি শাহিন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, বিএনপি সিনিয়র নেতা মো. জিল্লুর রহমান,
উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন, পৌর জাসদের আহ্বায়ক মইনুল ইসলাম বিপুল, পৌর সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর রাজন ও উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় বক্তারা বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৮ বছর পূর্বে ভারতের “র” বাহিনীর মাধ্যমে দেশকে অস্থিরতা করতে ও বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে বানানোর জন্য মিথ্যা মামলা দিয়ে তারেক রহমান ও লুৎফর রহমান বাবরসহ বিএনপির একাধিক নেতাদের কে জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে সাজানো কোর্টের মাধ্যমে সাজা দেই। যেন তারেক রহমান দেশের না আসতে পারে। কিন্তু সত্যের জয় একদিন হয়। আল্লাহ কাছে লাখো কোটি শুকরিয়া এই ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলা থেকে আজ তারেক রহমানসহ বিএনপির নেতৃবৃন্দ খালাস পেয়েছে।
এ দেশ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এ বিপ্লব আমরা হারাতে দেবো না। অচিরেই তারেক রহমান দেশে ফিরবেন এবং তত্ত্বাবধাক সরকারের মাধ্যমে দেশের একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন।
এছাড়া বক্তারা আরো বলেন, ভৈরব উপজেলা ও পৌর বিএনপি শরীফুল আলমের নেতৃত্বে একজোট। আমরা ওনার নিদের্শে ভৈরবের মাটিতে বিএনপি কে আরো এগিয়ে নিয়ে যাবো।
আনন্দ মিছিল ও আলোচনা সভার সঞ্চলনায় করেন, পৌর যুবদলের সদস্য সচিব যোবাইর আহমেদ আফজাল।
Leave a Reply