“কুলিয়ারচরে ভেজাল বিরোধী অভিযানে ৭ বয়বসায়ীকে জরিমানাসহ মালামাল ধ্বংস “
মোঃ নাঈমুজ্জামান নাঈম
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৩ জন ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা ও মেয়াদোত্তীর্ণ মশলার প্যাকেট ধ্বংস করেছেন ভেজাল বিরোধী অভিযান । শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১ টা থেকে আনুমানিক বিকেল ৩ টা পর্যন্ত কুলিয়ারচর সদর বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন অপরাধে ৩ জন ব্যবসায়ীকে নগদ ৭ হাজার টাকা অর্থদণ্ড ও মেয়াদোত্তীর্ণ মালামাল ধ্বংস করা হয় ।
এ সময় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন, কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সহকারী পরিচালক
হৃদয় রঞ্জন বনিক।
এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আবুল কাসেমসহ কিশোরগঞ্জ জেলা আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন ।
সহকারী পরিচালক বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারা অব্যাহত রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
Leave a Reply