ভৈরবে আগানগর ইউনিয়নের উলামা দলের কমিটি গঠন
নাজির আহমেদ আল-আমিন
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের উলামা দলের কমিটি গঠন করা হয়েছে।(২০ নভেম্বর) বুধবার দুপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের নিজস্ব বাসভবনে এই কমিটি গঠন করা হয়।
কমিটি গঠনের পূর্বে এক আলোচনা সভায় আগানগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সাবেক চেয়ারম্যান আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।
এসময় অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র নেতা মো. জিল্লুর রহমান, আগানগর লুন্দিয়া গ্রামের সাবেক মেম্বার মো. হারুন মোল্লা উপজেলা তাতী দলের সাধারণ সম্পাদক তোফাজ্জল হুসাইন, পৌর তাতী দলের সভাপতি সগির আহমেদ রতন, উপজেলা যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক হাজী মো. জামান, পৌর যুবদলের যুগ্মআহ্বায়ক মো. হিজবুল্লাহ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কিশোরগঞ্জ জেলার জন মানুষের নেতা শরীফুল আলমের নেতৃত্বে ভৈরবের বিএনপি আজ সুসংগঠিত। প্রতিটি কমিটি শরীফুল আলমের বিশ্বস্ত ভ্যান গার্ডদের নিয়ে সাজানো হচ্ছে। আগামীদিনে ভৈরবের বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
আলোচনা শেষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আগানগর ইউনিয়ন উলামা দলের সভাপতি হিসেবে মাওলানা মোল্লা মো. শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসাবে মাওলানা আনোয়ার বিন রইস এর নাম ঘোষণা করেন৷ এছাড়াও কমিটিতে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ওসমান মোল্লা হাসেমি, সহ-সভাপতি হিসেবে কারী আ. রাসিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ হাসান ও মাওলানা মুহিব্বুল্লাহ, সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওলানা মুনির হোসাইন মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সালাহ উদ্দীন, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা নাসির উদ্দীনসহ ২১ জন সদস্য।
Leave a Reply