“ভৈরবে ট্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে নারী মোটর সাইকেল আরোহী নিহত “
আফসার হোসেন তূর্জা
কিশোরগঞ্জের ভৈরবে মালবাহী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে প্রাণ হারালো মোটর সাইকেল আরোহী রেহেনা আক্তার রিমা (৩৫) নামের এক নারী।তিনি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ভেংরুলা ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের ফিরোজ মিয়ার স্ত্রী। (৭ নভেম্বর) বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ডের বাস টার্মিনালের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। এসময় ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়।
পুলিশ ও নিহতের স্বামী ফিরোজ মিয়া জানায়,
তিনি একমি ফার্মাসিটিক্যাল ভৈরব এরিয়া ম্যানেজার হিসাবে কর্মরত আছেন । চাকুরি সুবাধে শহরের কমলপুর ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকার হাজী নুরুল ইসলামের বাসায় ভাঁড়া থাকতেন। তার কন্যা সন্তান আতিয়া ইবনাতকে (০৯) কে তার দাদা বাড়ির টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ভেংরুলা ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে বেড়াতে যায়। সেখান থেকে তার মেয়েকে নিয়ে আসতে ভৈরব থেকে শ্যামলছায়া বাসে উঠানোর জন্য বাসস্ট্যান্ড এলাকার দরশন সিনেমা হলের সামনে মোটরসাইকেলে আসলেই ট্রাকের সাথে ধাক্কা লাগলে নিহত রেহেনা আক্তার ট্রাকের পিছনের চাকার নিচে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাবুল মিয়া জানান, খবর পেয়েই আমরা দুর্ঘটনাস্থল বাসস্ট্যান্ড এলাকার দরশন সিনেমা হলের সামনে গিয়ে ট্রাক চাপায় নিহত নারীর মরদেহ উদ্ধার করি। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
Leave a Reply