“ভৈরবে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার “
ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহ কায়সার ও ছাত্রলীগের সহসভাপতি আশরাফুল ইসলাম রাব্বিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। বিএনপির অফিস ভাঙচুর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে (৪ নভেম্বর) সোমবার বেলা ১২টায় উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শহীদুল্লাহ কায়সার বাঁশগাড়ি এলাকার মৃত নাজির হোসেনের ছেলে। তিনি ভৈরব উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। ছাত্রলীগের সহসভাপতি আশরাফুল ইসলাম রাব্বি উপজেলার আগানগরের আব্দুল মালেক মিয়ার ছেলে।
র্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তাদের হামলায় আহত মামুন মিয়া, বিএনপির নেতা রুবেল মিয়া ও আলম সরকার বাদী হয়ে ভৈরব থানা ও আদালতে পৃথক ৩টি মামলা করেন। এ মামলায় তাদের গ্রেপ্তার করে তাদের ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
ভৈরব থানার ওসি মোহাম্মদ হাসমত উল্লাহ বলেন, র্যাব দুজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহ কায়সারকে বিকেলে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। ছাত্রলীগ নেতা রাব্বিকে আগামীকাল সকালে আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply