“ভৈরবে দেবরের বিরুদ্ধে ভাবির বাড়ি দখলের অভিযোগ”
ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে ভাবির জায়গা জমির দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে দেবর আল-আমিন এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পৌর শহরের কমলপুর কর্মসংস্থান ব্যাংক এলাকায়।
অভিযুক্ত আল-আমিন অত্র এলাকার মৃত আতাউর মিয়ার ছেলে। আর অভিযোগকারী তারই বড় ভাই আনোয়ার হোসেনের বউ ফাতেমা লিজা উম্মে।
অভিযোগ সূত্রে জানায়, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি ভাড়া দেয়া ও জবর দখলের অভিযোগ ।
অভিযোগের সত্যতা জানতে কমলপুর এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, তদের ভবনটি সাততলা। ভবনটির গেইটে তালা ঝুলানে রয়েছে। সেই সাথে লেখা রয়েছে বাড়ি ভাড়া দেয়া হবে। যদিও নাম্বারটি তাদের মায়ের।
কিন্তু আদালতে ১৪৪ ধারা জারি করা রয়েছে বলেই এটি আইনত দ্বন্দ্বনীয় অপরাধ দাবী আনোয়ার মিয়া ও তার বউ ফাতেমা লিজা উম্মে।
এদিকে স্থানীয়রা বলছেন, আতাউর মিয়ার দুই ছেলে সতেরো বছর যাবত ইটালীতে থাকে। তাদের টাকা পয়সা ও সম্পদের অভাব নেই। কিন্ত তারা দুই ভাই মিলেমিশে থাকতে পারছে না। তাদের আত্মসম্মানের ভয় থাকলে আদালতে না গিয়ে পারিবারিক ভাবেই বিষয়টি শেষ করতে পারতো।
এ বিষয়ে অভিযোগকারী আনোয়ার হোসেনের বউ ফাতেমা লিজা উম্মে জানান, একেতো তারা সব জায়গা ও বাড়ি দখল করেছে। তার উপর আবার আমার নামে যে জায়গা দিয়েছে তাও তারা দখল করে নিয়েছে। আমি এটার সুষ্ঠ তদন্ত করে বিচার সমাধান কামনা করছি।
আনোয়ার হোসেনের বলেন, আমার নিজের টাকায় বিল্ডিং নির্মাণ করেছে আমার বাবা। আমার ছোট ভাইয়ের অর্ধেক টাকার দেয়ার কথা থাকলেও সে পুরো টাকা দেয়নি। আমি আদালতের মাধ্যমে ১৪৪ ধারা জারি করে রেখেছি। এদিকে আমার ভাই সেই নিষেধাজ্ঞা অমান্য করে বাড়িঘর দখল করে ভাড়া দেয়ার চেষ্টা করছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি প্রশাসনে কাছে বিচারের দাবী করছি।
এ বিষয়ে আনোয়ারের মা হালেমা বেগমের সাথে কথা হলে তিনি বলেন, আমার স্বামীর মৃত্যুর আগে বিল্ডিংটি করা হয়েছে। আমার দুই ছেলেই তাদের বাবার কাছে টাকা পাটিয়েছে। এখন বড় ছেলে দাবী করছে বিল্ডিং তার৷ আমার বড় ছেলে আমাকে চিকিৎসাসহ খাবার দাবারেও টাকা পয়সা দেয় না।
এ বিষয়ে আনোয়ারের বড় বোন জামাই হিরা মিয়া বলেন, আমরা পারিবারিক ভাবে মিমাংসার চেষ্টা করেছি। কিন্তু তারা আমাদের রায় না মেনে দুইজনই আদালতের সরণাপন্ন হয়েছে। আর তাদের মায়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা৷ এখন অভিমান থেকেই তিনি বড় ছেলের বিরুদ্ধে মিথ্যা বলছেন। কারণ তিনি নিজেই কোটি টাকার সম্পদের মালিক। তার ছেলেদের কাছ থেকে টাকা পয়সা নেয়ার প্রয়োজন নেই৷
এ বিষয়ে অভিযুক্ত আলআমিন বলেন, বাড়ি দখলের অভিযোগটি মিথ্যা। আমার বাবার বিল্ডিংসহ বাড়িঘর আমার বড় ভাই একা দখলের চেষ্টা করছে। আমি যা করেছি আদালতের মাধ্যমে আইনী প্রক্রিয়ায় করছি। পৈত্রিক সম্পত্তি নিয়ে আমার ভাই মায়ের সাথে অসদাচরণ করেছে। আমার মাকে আমি দেখাশোনা করছি।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসমত উল্লাহ বলেন, ১৪৪ ধারা অমান্যের বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি। তাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply