নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে বিনামূল্যে দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা নির্ণয় করা হয়েছে।
(১ নভেম্বর) শুক্রবার বিকাল ৪টায় পৌর
শহরের পঞ্চবটি পুকুর পাড় এলাকায় প্রবাসীদের উদ্যােগে ও রক্তবন্ধু ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সার্বিক তত্বাবধানে বিভিন্ন বয়সী ২ শতাধিক নারী পুরুষের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
এসময় রক্তবন্ধু ফাউন্ডেশনের সদস্যরা বলেন, আমরা বিভিন্ন জায়গায় এই ক্যাম্পিং করে থাকে। এর মাধ্যমে দুইটি উপকার হয়। একটি যারা রক্তের গ্রুপ জানা নেই তারা জানতে পারে আরেকটি হলো আমরা তাদের গ্রুপ নির্ণয় করে তাদের নাম ঠিকানা ও রক্তের গ্রুপ এন্টি করি। কারণ মুমূর্ষু রোগীদের রক্তের প্রয়োজন হলে আমরা তাদের সাথে যোগাযোগ করি এর মধ্য থেকে পরবর্তীতে অনেকে রক্ত দিয়ে থাকেন। এতে করে আমরা অনেক মানুষকে সহযোগী করতে পেরেছি। যার ফলে আমাদের এই সংগঠনটি ভৈরবের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরেছে।
Leave a Reply