ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে সেনাবাহিনীর অভিযানে চারজন চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনীর ক্যাম্পের সদস্যরা। বুধবার (৩০ অক্টোবর) আটককৃতদের ভৈরব থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন—ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার সোহান মিয়া (২৮), রকি মিয়া (২৮), শওকত আলী (৬০) এবং বাজার এলাকার আশীষ রায় (৪৮)। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. হাসমত উল্লাহ।
সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, ভৈরব শহরকে চাঁদাবাজমুক্ত রাখতে কাজ করছে সেনাবাহিনী। ভৈরবের ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাটে ইজারার মাধ্যমে বাজারটি পরিচালিত হলেও নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ আদায় করছিল ইজারাদাররা। একাধিকবার সতর্ক করার পরও তারা অতিরিক্ত অর্থ আদায় চালিয়ে আসছিল, যা চাঁদাবাজি হিসেবে বিবেচিত। এই বিষয়ে তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. হাসমত উল্লাহ জানান, মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে তিনজনকে আটক করা হয় এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মধ্যরাতে আরো একজনকে আটক করা হয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ভৈরবের আইনশৃঙ্খলা রক্ষায় এবং চাঁদাবাজমুক্ত রাখতে সেনা ক্যাম্প, পুলিশ ও র্যাবের এমন তৎপরতা অব্যাহত থাকবে।
Leave a Reply