ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার অভিযোগে সাবেক কাউন্সিলর ও এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা। (২৫ অক্টোবর) বেলা ১২ টায় শহরের কমলপুর এলাকা থেকে সাবেক কাউন্সিলরকে ও ২৪ অক্টোবর রাতে গাছতলাঘাট এলাকা থেকে ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন, পৌর ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও তিনবারের সাবেক কাউন্সিলর আশরাফুল আলম (৫২)। তিনি জগন্নাথপুর এলাকার দুলাল মিয়ার ছেলে।
অপর আসামি শহরের উত্তর পাড়া এলাকার গোলাপ ভুঁইয়ার ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক নির্বাহী কমিটির সদস্য রহিম ভুঁইয়া (৩০)। এর আগে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে একই মামলায় এজাহার ভুক্ত আরো ৮ জন ও অজ্ঞাত ৩ জন নেতাকে আটক করা হয়েছে।
ভৈরব র্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ এর সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১৯ জুলাই বেআইনি ভাবে জনতাবদ্ধে হয়ে রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেলসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের উপর হামলা করে কাউন্সিলর আশরাফুল আলম ও ছাত্রলীগ নেতা রহিম ভুঁইয়া। এ ঘটনায় জগন্নাথপুর এলাকার বাসিন্দা ও আন্দোলনে আহত মামুন মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।
এ ছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলা ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় আলম সরকার ও রুবেল মিয়া নামের দুই ব্যক্তি আরো দুটি মামলা দায়ের করেছেন৷ গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের বিশেষ অভিযানে আজকে শহরের কমলপুর থেকে সাবেক কাউন্সিলর ও গতকাল রাতে ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার ঘটনায় আশরাফুল আলম ও রহিম ভুঁইয়া জড়িত ছিল বলে স্বীকার করেছে। এজাহার নামীয় ও ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। আটকের পর তাদেরকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply