“হাসিনা ভারতের একটি অঙ্গরাজ্যের মূখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন ভৈরবে গণসমাবেশে মাওলানা মামুনুল হক”
নাজির আহমেদ আল-আমিন
ধর্ম-বর্ণ ভিন্নমত সবার জন্য খেলাফত ও খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন এই স্লোগানে কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ খেলাফত মজলিস এর গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।(১৭ অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে স্থানীয় হাজি আসমত সরকারি কলেজ মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।
২০১৩, ২০২১ ও ২০২৪ সালের গণহত্যার বিচার দাবি এবং নৈরাজ্যের বিরুদ্ধে জাগরণ সৃষ্টির লক্ষ্যে উক্ত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।
বাংলাদেশ খেলাফত মজলিস, ভৈরব উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা আব্দুল্লাহ্ আল আমীন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আব্দুল আজিজ।
এছাড়া অতিথি হয়ে উপস্থিত ছিলেন, মাওলানা নিয়ামতুল্লাহ কেন্দ্রীয় বাইতুলমাল সম্পাদক, বাংলাদেশ খেলাফত মজলিস,মাওলানা আব্দুন নূর সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস, নরসিংদী জেলা, মাওলানা আব্দুল করীম সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস, কিশোরগঞ্জ জেলা, মাওলানা মুহসিনুল হাসান কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক বাংলাদেশ খেলাফত মজলিস, মাও. খন্দকার মুঈনুল ইসলামস সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস, ব্রাহ্মণবাড়িয়া জেলা,মাওলানা জুবায়ের আহমদ সাধারণ সম্পাদক বাংলাদেশ খেলাফত মজলিস, কিশোরগঞ্জ জেলা। এছাড়াও কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি মামুনুল হক বলেন,ফ্যাসিবাদদের ধরে এনে বিচার করতে হবে,যদি অন্তবর্তীকালীন সরকার সেই বিচার করতে ব্যর্থ হয় তাহলে তাদেরকে জনতার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদীহিতা করতে হবে। শেখ হাসিনা সরকার এই দেশকে ধ্বংস করার রাজনীতি করেছে। দেশ থেকে পাচার হওয়া অর্থ বিদেশ থেকে নিয়ে দেশের কাজে ব্যবহার করতে হবে।
এসময় তিনি আরও বলেন, শেখ হাসিনা উন্নয়নের নামে মেঘা দূর্নীতি করেছে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী না, তিনি ভারতের একটি অঙ্গরাজ্যের মূখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন।
এছাড়াও তিনি আরও রাজনৈতিক ও বাংলাদেশ খেলাফত মজলিস এর রাজনীতি নিয়ে কথা বলেন। পরে তিনি আতাউল্লাহ আমিনর জন্য আগামী নির্বাচনে রিকসা মার্কায় ভোট চেয়েছেন।
এই সমাবেশে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন, এবং সবার মধ্যে একটি উৎসাহপূর্ণ পরিবেশ বিরাজ করে।
Leave a Reply