নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ছয় হাজার মিটার চায়না দুয়ারি(রিং জাল) ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।(১৬ অক্টোবর)বুধবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত মেঘনা নদীর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রেদুয়ান আহমেদ রাফি।
অভিযান শেষে মেঘনা নদীর সড়ক সেতু এলাকায় উদ্ধারকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করেন ভৈরব উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমান।
এ সময় ভ্রাম্যমান আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রেদুয়ান আহমেদ রাফি বলেন, এই সময়টা মা ইলিশ মাছ সংরক্ষণের সময়। তাই ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সকল প্রকার ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। তার কারণেই অভিযান পরিচালনা হয়। এছাড়া এই সময় জেলেরা মাছ শিকার থেকে বিরত থাকার কারণে তাদেরকে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
এসময় তিনি আরও বলেন, জেলার যদি এটি সময় ইলিশ মাছ শিকার না করে তাহলে নিষিদ্ধ সময় শেষে মাছ উৎপাদন বেড়ে গেলে তারাই বেশী মাছ ধরতে পারবে। তাই তাদেরকে আমরা আবারো সচেতন করছি যাতে এই সময় ইলিশ মাছ শিকার না করে।
আজ নদীতে অভিযানে নিষিদ্ধ পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও একা হাজার মিটার চায়না দুয়ারি রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এই মৌসুমে মা ইলিশ ও জাটকা নিধন রক্ষায় অভিযান পরিচালনা অব্যহত থাকবে।
Leave a Reply