নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বিএনপির নেতাকর্মীরা শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।(১২ অক্টোবর) শনিবার সন্ধ্যায় পৌর শহরের হরিজন পল্লীর পূজা মণ্ডপগুলো পরিদর্শন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল আহমেদ, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিদুয়ান আহমেদ রাফি, বিএনপি কেন্দ্রীয় ছাত্র দল ও যুব দলের সাবেক সভাপতি জাকির হোসেন সিদ্দিকি ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি হাজি মো. শাহিন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম সুজন
প্রমুখ।
এছাড়াও প্রশাসনের অন্যান্য কর্মককর্তাসহ
উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সকল ধর্মের প্রতিটি উৎসব শান্তিপূর্ণভাবে ভাবে পালনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদেশে আওয়ামীলীগ, যুবলীগসহ তাদের নেতাকর্মীরা যেন কোন ভাবে পূজার উৎসবকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে কোন তন্ডব চালাতে না পারে ৷ দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে ভৈরব- কুলিয়ারচরের সংসদ সদস্য শরীফুল আলমের নির্দেশে ভৈরবের প্রতিটি মণ্ডপে বিএনপির নেতাকর্মীরা সোচ্চার রয়েছে। এছাড়া হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সর্বাত্মক সহযোগীতার কথাও বলেন বিএনপির নেতারা।
Leave a Reply