এম আর রুবেল
কিশোরগঞ্জের ভৈরবের শিমুলকান্দি ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি পদে মো: জাকির হোসেন ও বিদ্যুৎসাহী সদস্য পদে মোয়াজ্জেম হোসাইন নির্বাচিত হয়েছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সাবেক সভাপতি বিএনপি নেতা : জাকির হোসেনকে সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্য হিসেবে ব্যাংক কর্মকর্তা মোয়াজ্জেম হোসাইনকে নির্বাচিত করা হয়।
উক্ত কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে নিম্নোক্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে ৮ অক্টোবর এডহক কমিটি গঠন করা হয়।এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে আগামী ৬ছয় মাস বলবৎ থাকবে বলে জানাগেছে।
Leave a Reply