নিজস্ব প্রতিবেদক
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে (৬ অক্টোবর) রবিবার রাত আটটায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, (বিপিএম)।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), মোঃ রিদওয়ান আহমেদ রাফি’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সেনা ক্যাম্পের মেজর সানজিদ,উপজেলা বিএনপির সভাপতি মো: রফিকুল ইসলাম, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি নারায়ন চন্দ্র প্রদীপ, ভৈরব উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি চন্দন পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বুলবুল আহমেদ।
এছাড়া এসময় উপস্থিত ছিলেন, র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি, মোঃ শহীদুল্লাহ, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসমত উল্লাহ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান, যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন সুজন,
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ভৈরব উপজেলার সভাপতি অধ্যক্ষ শ্রীমন্ত লাল পাল, ভৈরব পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী চন্দন কুমার পাল, শ্রীশ্রী গোপাল জিউর মন্দির পূজামন্ডপ এর সভাপতি শ্রী দুলাল চন্দ্র সাহা, জাতীয় পাটির সভাপতি মোঃ আব্দুস সালাম, উপজেলারা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ভৈরব উপজেলার ২১টি পূজামন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক, ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক ফৌজিয়া খান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিরাপদ ও উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপনের দিক নির্দেশনা প্রদান করেন। এবং অবশ্য অবশ্যই সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জনের সকল কাজ সমাপ্ত করার নির্দেশ দেন।
পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, পুজামন্ডপের নিরাপত্তা বিধানে সিসিটিভি স্থাপন নিশ্চিত করা সহ তা সচল আছে কিনা এব্যাপারে গুরুত্বারোপ করেন, তিনি আরো বলেন নিচ্ছিদ্র নিরাপত্তা বিধানে এবং যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে সবধরনের ব্যবস্থা গ্রহনের জন্য ভৈরব থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। উল্লেখ্য যে, আগামী ০৯ অক্টোবর ষষ্ঠিপূজার মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। ও ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে দুর্গাপূজা শেষ হবে।
Leave a Reply