কুলিয়ারচর প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে গলায় ফাঁস দিয়ে সুমাইয়া আক্তার (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। (৫ অক্টোবর) শনিবার দুপুরে উপজেলার সালুয়া ইউনিয়নের শাহাবুদ্দিন পাগলার বাড়িতে এ ঘটনাটি ঘটে।
নিহত সুমাইয়া আক্তার উত্তর সালুয়া গ্রামের কাপড় ব্যবসায়ী ইলিয়াস মিয়ার মেয়ে। সে স্থানীয় সালুয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে নিজ ঘরে সিলিং ফ্যানে ওড়না পেচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে লোকজনসহ দ্রুত উদ্ধার করে স্থানীয় ডাক্তার দেখালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য জেলায় পাঠানো হয়েছে। তিনি বলেন এ ব্যাপারে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
তার এই মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply