মোঃ নাঈমুজ্জামান নাঈম কুলিয়ারচর :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নুরে আলম এবং ছাত্রলীগ নেতা মোঃ মনির কে গ্রেফতার করেছে থানা পুলিশ। (৪ অক্টোবর) শুক্রবার দুপুরে বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার রামদী ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী মজলু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২ টার দিকে কুলিয়ারচর বাজার সংলগ্ন পূর্ব গাইলকাটা থেকে সৈয়দ নুরে আলম ও বাজরা তারাকান্দি থেকে মোঃ মনির মিয়াকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাজরা বাসস্ট্যান্ডে সংঘটিত ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ নয়ন মিয়া।
বিস্ফোরক আইনে দায়েরকৃত ওই মামলার প্রধান আসামী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান। ৮৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০-২০০ জনকে আসামী করে গত ৩০ আগস্ট মামলাটি দায়ের করা হয়েছিল। মনির মিয়া এজাহারভুক্ত ও সন্দেহভাজন হিসেবে সৈয়দ নুরে আলমকে পুলিশ গ্রেফতার করে।
এ বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) হেলান উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply