ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে দেড় হাজার মিটার নিষিদ্ধ চায়না(রিং) জাল ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধবংস করেছে ভ্রাম্যমান আদালত। (২৮ সেপ্টেম্বর) শনিবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত মেঘনা ও ব্রহ্মপুত্র নদের জগন্নাথপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রেদুয়ান আহমেদ রাফি।
এসময় পরিতোষ ও মুর্শিদ মিয়া নামের দুই জেলেকে ৫০০ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ভৈরব নৌ-থানা পুলিশ সহায়তা করেন। অভিযান শেষে ব্রহ্মপুত্র নদ এলাকায় উদ্ধারকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করেন ভৈরব উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমান।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রেদুয়ান আহমেদ রাফি বলেন, মা ইলিশ মাছ ও জাটকা নিধন বন্ধে এই অভিযান পরিচালনা হয়। এছাড়াও মৎসজীবীরা নিষিদ্ধ চায়না রিং জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করেন। মাছের ডিম ছাড়ার এই মৌসুমে মা ইলিশ ও জাটকা নিধন বন্ধ না করলে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। অভিযানে উদ্ধারকৃত নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংসসহ দুই মৎসজীবীকে জরিমানা ও সতর্ক করা হয়েছে।
Leave a Reply