ঁভৈরবে স্মার্ট এন আইডি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন
ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে শুভ উদ্বোধন হয়েছে স্মার্ট (এন আইডি কার্ড) জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রম। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রেদুয়ান আহমেদ রাফি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমটি উদ্বোধন করেন ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কর্ণেল ফারহানা আফরিন।(২০ সেপ্টেম্বর) শুক্রবার সকাল ১১টায় ভৈরব উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই বিতরণ কার্যক্রমটি উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. হাসমত উল্লাহ, ভৈরব প্রেসক্লাব সদস্য সচিব সোহেলুর রহমান, সাংবাদিক আসাদুজ্জামান ফারুক, তাজুল ইসলাম তাজ ভৈরবী, আলাল উদ্দিন, কাজী ইসফাক আহমেদ বাবু, মো. ফজলুর রহমানসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ ও বৈষম্যেবিরোধী শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৭ সালে দেশের মানুষ আইডি কার্ডের আওতায় এসেছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে এই আইডি কার্ড বিতরণ কাজ শুরু করেছে। দেশের উন্নয়নের পাশাপাশি মানুষকে দেশের সার্বিক সেবার আওতায় আনতে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। স্মার্ট কার্ড হাতে থাকলে একজন মানুষের নিজের জন্য অন্যান্য কাগজ পত্রের প্রয়োজন পড়ে না। এনআইডি কার্ড একজন মানুষের সত্যিকারের পরিচয় বহণ করে। আইডি কার্ড নিয়মিত কাছে রাখতে হবে। স্মার্ট কার্ড জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজে লাগে। ২২ সেপ্টেম্বর থেকে ভৈরব শহর ও উপজেলায় স্মার্ট কার্যক্রম বিতরণ শুরু করা হবে। আলোচনা সভায় বক্তারা স্মার্ট বিতরণ কার্যক্রমের সার্বিক সহযোগীতা কামনা করেন।
Leave a Reply