কিশোরগঞ্জ সংবাদদাতা
নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের (ডিজিএনএম) মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালন করেন হাসপাতালের নার্স এবং নার্সিং শিক্ষার্থীরা।
এ সময় তারা বলেন বলেন, মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের পদমর্যাদা ও যোগ্যতা নিয়ে কটূক্তি করে নার্সিং পেশাকে চরমভাবে অপমান করেছেন। তিনি যদি নার্সদের যোগ্যতা সম্পর্কে জানতেন তাহলে এই প্রশ্ন তুলতেন না এবং অধিদফতর থেকে পালাতেন না। পরে বক্তারা মাকসুরা নূরের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তার পদত্যাগসহ অধিদফতর থেকে অপসারণের দাবি জানান। এ ছাড়া ডিজিএনএম ও বিএনএমসির সক নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণের দাবি জানান তারা।
এতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার কামরুন নাহার। এছাড়াও উপস্থিত ছিলেন ওই হাসপাতালের অন্যান্য নার্সিং কর্মকর্তারা।
Leave a Reply