ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে মোটরসাইকেল ও ট্রাক সংঘর্ষে সুফল(২০) ও মুন্না (১৬) নামে দুই কিশোর নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে একজন। আহত হলেন আরাফাত হোসেন বড় মিয়ার ছেলে বর্ণ(১৫। (১৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সন্ধায় উপজেলার শম্ভুপুর রেলগেইট এলাকায় এই দুর্ঘটনা হয়েছে। নিহত সুফল পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার স্বপন মিয়ার ছেলে ও মুন্না গাছতলাঘাট এলাকার আতাউল্লাহর ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সন্ধায় শম্ভুপুর এলাকায় কিশোরগঞ্জ সড়ক থেকে আসা মোটরসাইকেল গামী ও ভৈরব থেকে আসা ট্রাকটি ঘটনাস্থলে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই এক নিহত হয়। আর দুই জন আহত হয়েছে। এদের মধ্যে মুন্না ঢাকা নেওয়ার পথে মারা যায় ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক জানায়, সড়ক দুর্ঘটনায় তিনজন রোগী আসে।এদের মধ্যে একজন মৃত্যু অবস্থায় ছিলো। আর অপর দুই জন আশংকাজনক অবস্থায় ছিলো। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার ওসি মো.সাজু বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠায়। ওসি আরও বলেন, বৃহস্পতিবার সন্ধায় ভৈরব থেকে আসা ট্রাক ও কিশোরগঞ্জ থেকে আসা মোটরসাইকেলটি উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর রেলগেইট এলাকায় আসলে তারা মুখোমুখি সংঘর্ষ হয়ে।এসময় সুফল নামের কিশোর ঘটনাস্থলেই নিহত হয় আরও দুই আহত হয়। এছাড়া ঢাকা নেওয়ার পথে আরও একজন নিহত হয় । এসময় জনতার মাধ্যমে ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply