কিশোরগঞ্জ সংবাদদাতা
কিশোরগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ডেলিভারি রুমের মেঝে থেকে ফুটফুটে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সংলগ্ন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের একটি ডেলিভারি রুমের মেঝে থেকে আনুমানিক দুইদিন বয়সী কন্যাশিশুটিকে উদ্ধার করে কর্তৃপক্ষ।
মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসকরা জানান, সোমবার বিকেলে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের একজন আয়া ডেলিভারি রুম পরিষ্কার করতে যান। এ সময় ঐ কক্ষের মেঝেতে এক নবজাতককে পড়ে থাকতে দেখে এ ঘটনা তাদের জানান। খবর পেয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক ও অন্য কর্মচারীরা গিয়ে ওই নবজাতককে উদ্ধার করে।
চিকিৎসকরা জানান, শিশুটি সুস্থ আছে। মা ও শিশু কল্যাণ কেন্দ্রে তাকে নিবিড় পরিচর্যা দেওয়া হচ্ছে। তাকে হাসপাতালে ভর্তি অন্য এক নারীর দুধ পান করানো হয়েছে। তবে শিশুটির পরিচয় কিংবা ডেলিভারি রুমের মেঝেতে কী করে এলো, তা বলতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ।
কিশোরগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার তাসলিমা আক্তার বৃষ্টি জানান, বিকেল পৌনে ৪টার দিকে একজন আয়া ডেলিভারি রুম ঝাড়ু দিতে যান। এ সময় ঐ কক্ষের মেঝেতে একটি নবজাতক পড়ে থাকতে দেখে তিনি আমাদেরকে বিষয়টি অবহিত করেন। আমরা তাৎক্ষণিক সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করি এবং তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
শিশুটি সুস্থ এবং ভালো আছে জানিয়ে ডাক্তার তাসলিমা আক্তার বৃষ্টি জানান, পুলিশ ও সমাজসেবা অধিদফতরকে বিষয়টি জানানো হয়েছে। মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply