ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে অবৈধ অস্ত্র সম্পর্কিত অভিযান এর বিষয়ে সাংবাদিকদের সাথে প্রশাসন,সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল ফারহানা আফরীন,ক্যাপ্টেন মো. রায়হান রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ান রাফি ও ভৈরব থানার ওসি মো. সফিকুল ইসলাম প্রমূখ। এছাড়াও ভৈরব উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
ভৈরব সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার লে.কর্নেল ফারহানা আফরীন সাংবাদিকদের বলেন, আমরা যেন অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করতে পারি। আমি এ নিয়ে আপনাদের সহযোগিতা চাচ্ছি।
এসময় সাংবাদিকরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে আলোচনা করেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে মতবিনিময় সভা সমাপ্ত করেন।
Leave a Reply